বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বান্দরবানের থানচি ও রুমা উপজেলার বিভিন্ন অপারেশন এবং সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।
সোমবার (১৩ মে) সকালে বিজিবি মহাপরিচালক ঢাকা থেকে হেলিকপ্টারের মাধ্যমে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া যান এবং বিজিবির বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) পরিদর্শন করেন
মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক সবাইকে অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। পরে বিজিবি মহাপরিচালক থানচির বলিপাড়া ব্যাটালিয়নের অধীনস্থ স্পট হাইট টিওবি, থানচি বিওপি এবং থানচি বাজার পোস্ট পরিদর্শন করেন।
রুমা চলমান যৌথ অভিযানে বিজিবি সদস্যদের ক্যাম্প বিওপি সীমান্ত এলাকার পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুলজ্জান সিদ্দিকী। সোমবার (১৩ মে) দুপুর ১২ টার দিকে হেলিকপ্টারের করে মহাপরিচালক বলিপাড়া সীমান্ত এলাকায় যান এবং কয়েকটি ক্যাম্প ও বিওপি ঘুরে দেখেন বিজিবিদের সাথে মতবিনিময় করেন।
পরে তিনি বিকালে রুমা ব্যাটালিয়ানে সাংবাদিকদের সাথে কথা বলেন এসময় তিনি বলেন যৌথ অভিযানে বিজিবির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং কেএনএফ সন্ত্রাসীরা যাতে বর্ডার এলাকায় কোন অপারেশন চালাতে না এবং বর্ডার ক্রস করে যেতে না পারে সেলক্ষে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। এসময় তিনি আরো বলেন ব্যাংক ডাকাতি বা রাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালিয়ে কেউ পার পেতে পারেনি কেএনএফ সন্ত্রাসীরাও পার পাবে না। বিজিবির সদস্যরা অভিযানে অংশ নিচ্ছে তাই তাদের মনোবল চাঙ্গা করতে আমি নিজে এখানে এসেছি এবং সীমান্ত এলাকা ঘুরে দেখেছি। এসময় সেনাবাহিনী ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।