× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে উপজেলার সর্বোচ্চ নম্বর পাওয়া মহিমা

জাকির হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

১৩ মে ২০২৪, ১৯:৫১ পিএম

ফরিদপুরের সালথায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেয়ে জিপিএ-৫ পেয়েছেন তাবাচ্ছুম আক্তার মহিমা নামক এক শিক্ষার্থী। ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে ঐ ছাত্রী। 

তাবাচ্ছুম আক্তার মহিমা সালথা উপজেলা গট্টি ইউনিয়ন জয়ঝাপ গ্রামের মোহাম্মদ মিজানুর তালুকদাদের মেয়ে। ঐ গ্রামের জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করেছেন এবং সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। গত ২০১৮ খ্রিস্টাব্দে প্রাথমিকেও সকল বিষয়ে জিপিএ-৫ পেয়েছিল। 

গতকাল রোববার (১২ মে) সকাল ১১টায় একযোগে প্রকাশিত হয় এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ এর ফলাফল। 

প্রকাশিত ফলাফলে সালথা উপজেলায় মোট ৯ জন শিক্ষার্থী  জিপিএ -৫ পেয়েছেন বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তিনি জানান এবছর সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় হতে ৪ জন, জয়ঝাপ উচ্চ বিদ্যালয় হতে ২ জন, আটঘর উচ্চ বিদ্যালয় হতে ১ জন, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় হতে ১ জন ও নারায়ণদিয়া উচ্চ বিদ্যালয় হতে ১ জন জিপিএ-৫ পেয়েছে।  

জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিরাজ আলী বলেন,  তাবাচ্ছুম আক্তার  মহিমা জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের  একজন মেধাবী ছাত্রী। সে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে শিক্ষক ও অভিভাবকদের মুখ  উজ্জ্বল করেছে। তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক কামনা করি।

তাবাচ্ছুম আক্তার মহিমা ভবিষ্যতে সে একজন চিকিৎসক হয়ে স্বাস্থ্যসেবায় নিজেকে জনকল্যাণে নিবেদিত রাখতে চায়। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য পিতা-মাতা সকলের নিকট দোয়া কামনা করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.