× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুরে জব্দ ২৯ নৌকা নিলামে বিক্রি

তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

১৪ মে ২০২৪, ১৬:২৮ পিএম

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জেলা টাস্কফোর্সের জাটকা সংরক্ষণ অভিযানে জব্দ ৩৭ জেলে নৌকার মধ্যে ২৯টি নৌকা নিলামে বিক্রি করা হয়েছে। একই সঙ্গে বিক্রি করা হয় আটটি নোঙর, আটটটি ব্যাটারি ও একটি সুতার জাল।

গতকাল সোমবার (১৩ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জব্দ নৌকা নিলামে বিক্রির জন্য জেলা প্রশাসক কর্তৃক গঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যদের উপস্থিতিতে এ নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়।

নিলাম কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, সদস্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার ও মো. জাকারিয়া হোসেন, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জাটকা সংরক্ষণ অভিযানে জেলা ও উপজেলা টাস্কফোর্স ৩৭ মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এরমধ্যে ২৯ নৌকা, আটটি নোঙর, আটটি ব্যাটারি ও একটি সুতার জাল উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। যার নিলাম মূল্য ১২ লাখ ৯ হাজার ৪০০ টাকা। এরমধ্যে ভ্যাট ৯০ হাজার ৭০৫টাকা ও আয়কর কর্তন ৩৬ হাজার ২৮২ টাকা। সর্বমোট ১৩ লাখ ৩৬ হাজার ৩৮৭ টাকা আজকে সরকারি কোষাগারে জমা করা হয়।

তিনি আরও বলেন, জব্দ বাকি জেলে নৌকাগুলো উন্মুক্ত নিলামে সঠিক মূল্য না বলায় রেখে দেওয়া হয়। কমিটির আহ্বায়ক ও সদস্যরা পরে তারিখ নির্ধারণ করে নৌকাগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.