ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে লালমনিরহাট সদর উপজেলায় একমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফা বেগম লাকি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লতিফা বেগম।
গত রোববার লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এদিন প্রার্থী ইন্দ্রাণী ভট্টাচার্য রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিতভাবে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন।
নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগমের সঙ্গে কথা হলে তিনি জানান, আমার এ বিজয় জনগনের ভালবাসা।আমি নারীদের নিয়ে অনেক কাজ করেছি এছাড়াও বিভিন্ন সময় গরিব অসহায়দের পাশে থাকার চেষ্টা করেছি। তিনি সদর উপজেলা বাসীর কাছে দোয়া চান সামনে তার অসমাপ্ত কাজ গুলো যেন সমাপ্ত করতে পারেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোছা. আফরোজা খাতুন বলেন, নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে শুধু একজন থাকায় মোছাঃ লতিফা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।