আসন্ন ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীনগর উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুর সারে বারোটার দিকে শ্রীনগর উপজেলার প্রার্থীদের মুন্সীগঞ্জের জেলা নির্বাচন অফিসের কক্ষে রিটার্নিং অফিসার ফরিদ আহমেদ প্রতীক বরাদ্দ করেন।
যে সকল চেয়ারম্যান প্রার্থীরা প্রতীক পেয়েছেন তারা হলেন, ওয়াহিদুর রহমান জিঠু তার প্রতীক (আনারস), এম মাহবুব উল্লাহ কিসমত (দোয়াত কলম), মোঃ মসিউর রহমান মামুন (কাপ পিরিজ)।
এছাড়াও ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মৃধা (তালা), মোঃ ইকবাল হোসেন(চশমা), মোঃ মাসুম বিল্লাহ (মাইক), জাকির হোসেন প্যারট (বৈদ্যতিক পাখা), মাহবুব আলম (বই), কামরুল হাসান (টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফিরুজা বেগম (কলস), মর্জিনা বেগম(ফুটবল), মোসাঃ সামসুন্নাহার সুমি (প্রজাপতি), রেহানা বেগম (হাঁস)।
আগামী ২৯ মে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।