‘চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন’ প্রকল্প এর আওতায় রক্ষা বাঁধের নদী তীর প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি।
সোমবার ( ১৩ মে) চাঁদপুর জেলায় ‘চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন’ প্রকল্প এর আওতায় নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন উপলক্ষে পদ্মা-মেঘনা-ডাকাতিয়া মিলনস্হল বড়স্টেশন মোলহেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ দীপু মনি।
চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চাঁদপুর পওর সার্কেল, মোঃ আবুল খায়ের বাপাউবো, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: জহুরুল ইসলাম, হাইমচর উপজেলার উপজেলা পারিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।আরো উপস্হিত ছিলেন ক্যাবের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন। অত:পর সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি নদীরক্ষা কাজের উদ্বোধনের করেন।