রংপুর নগরীতে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন তাজহাট থানার পুলিশ।
মঙ্গলবার (১৪ মে) সকাল ১১ টার তুলা গবেষণা কেন্দ্রের সামনে রংপুর- ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে কুড়িগ্রমের নাগেশ্বরী উপজেলার ধনিগাগলা এলাকার আজগর আলীর ছেলে আব্দুল হামিদ( ৪০) কে ১২০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে তাজহাট থানা পুলিশ। এসময় গাঁজা বহনে ব্যবহারকৃত একটি এক্স টু মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
তাজহাট থানার ইনচার্জ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের সূত্র ধরে একটি এক্স টু মিনি কাভার্ড ভ্যানে করে গাঁজা পাচার করার সময় পুলিশ অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে মাদক আইনে মামলা করা হয়েছে।