× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোরেলগঞ্জে পৃথক ২ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৪

বাগেরহাট প্রতিনিধি

১৪ মে ২০২৪, ১৭:৫০ পিএম

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় পৃথক দুইটি হত্যা কাণ্ডে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। 

গতকাল সোমবার (১৩ মে ) দুপুরে শিকলে বেঁধে রাখা অবস্থায় নিশানবাড়িয়া ইউনিয়নের ভাসানদল এলাকার আব্দুর রব ফরাজীর ছেলে আলম ফরাজীকে মৃত অবস্থায় এবং রাট ৮ টায় পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চরনিপত্তাশী এলাকার আব্দুস সামাদ খানের ছেলে অটো চালক ইমরানের লাশ বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ভাবে জানাগেছে, নিহত আলম ফরাজী মানসিক রোগী ছিলেন। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হত। সোমবার সকালে তাকে ঘরের পিছনে একটি গাছের নিচে বসা অবস্থায় দেখা যায়। দুপুরে গলায় একটি রশি পেঁচানো অবস্থায় তাকে মৃত দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য আলমের মা রহিমা বেগম, ভাই বাদশা ফরাজী এবং বোন রোকসানা বেগমকে আটক করে। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।    

অপর ঘটনাটি ঘটে উপজেলার আমতলী বাসস্ট্যান্ডে।  সোমবার রাট ৮ টার দিকে সড়কে ওভারটেক করা নিয়ে অটো চালক ইমরানের সাথে বাকবিতন্ডা হয় আমতলা এলাকার সেলিম হাওলাদারের ছেলে ভ্যান চালক নাঈম ওরফে ফাহাদের সাথে। এক পর্যায়ে ফাহাদ তার হাতে থাকা চাবি দিয়ে ইমরানের বুকে আঘাত করলে সে লুটিয়ে পড়ে।  স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ভ্যানচালক নাঈম ওরফে ফাহাদকে মঙ্গলবার (১৪মে ) সকালে উপজেলার ভাটখালী এলাকা থেকে আটক করে পুলিশ। 

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মো. শামসুদ্দিন বলেন, আলম ফরাজীর মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। এ ঘটনায় তার মা ভাই ও বোনকে আটক করা হয়েছে তবে পরিবারের পক্ষ থেকে কেউ  এখনো অভিযোগ করেনাই। তদন্ত অব্যাহত রয়েছে। অপর হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, আমতলা এলাকার ঘটনায় নিহত ইমরানের  ময়নাতদন্ত শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ফাহাদকে আটক করেছে পুলিশ। সে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.