ঢাকার দোহার উপজেলায় তথ্য অধিকার আইন ২০০৯বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলায় নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক।
কর্মশালায় উপস্থিত ছিলেন তথ্য কমিশনের পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, দোহার থানা অফিসার ইনচাজ হারুন উর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আক্তার ফারুক ফুয়াদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শামিম হোসেন, উপজেলা প্রকোশলী মো. রকিবুল ইসলাম, দোহার প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এই কর্মশালায় প্রধান তথ্য কমিশনার ড. আব্দুল মালেক অবাদ তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। তিনি আরও বলেন তথ্য পাওয়া এদেশের মানুষের অধিকার। বিভিন্ন তথ্য পেতে সাধারন মানুষ ও মিডিয়া কর্মীরা যাতে হয়রানির শিকার না হয় এ বিষয় সবাইকে সতর্ক থাকতে হবে।