× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ উদ্বোধন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

১৪ মে ২০২৪, ১৭:৫৮ পিএম

শেরপুর নালিতাবাড়ীতে বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে এ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ইলিশায় রিছিল।

খাদ্যগুদাম কর্তৃপক্ষের তথ্যমতে, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় সরকারীভাবে ২ হাজার ৬০৯ মেট্টিকটন ধান এবং ২ হাজার ৫১৭ মেট্টিকটন চাল সংগ্রহ করা হবে। প্রতিকেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩২ টাকা, যা মণপ্রতি ১২৮০ টাকা এবং প্রতিকেজি চালের মূল্য ধরা হয়েছে ৪৫ টাকা, যা মণপ্রতি ১৮০০ টাকা পড়বে। চলতি মাসের ৭ তারিখ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ চলবে। ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আওতায় এ্যাপস এর মাধ্যমে নিবন্ধন, আবেদন ও লটারিতে কৃষক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরবর্তী বিল প্রদানসহ যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা গোপাল চন্দ্র সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.