ঢাকার দোহার উপজেলার মৈনটঘাটে গোসলে নেমে নিখোঁজ হয় কিশোরী জান্নাতুল (১৫)।
গতকাল সোমবার বিকেলে পদ্মানদী মৈনটঘাট এলাকা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। উপজেলার মাহমুদপুর ইউনিয়ের শ্রীকৃষ্ণপুর এলাকার আনোয়ারের মেয়ে।
জানা যায় গত সোমবার বিকেল পাঁচটার দিকে মৈনটঘাটে গোসলে নেমে হঠাৎ ডুবে যায়।
পরে স্থানীয়রা কুতুবপুর নৌ পুলিশের সদস্যদের খবর দিলে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা প্রায় সাড়ে ছয়টার দিকে নিখোঁজ জান্নাতুলকে পানির নিচ থেকে উদ্ধার করে। পরে জান্নাতুলকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিেেয় গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির এএসআই রুবেল মোল্লঅ জানান, পাঁচটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা মৈনটঘাটে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহযোগিতায় পরে জান্নাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।