× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবাবগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

১৪ মে ২০২৪, ১৮:২৪ পিএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন আহবায়ক কমিটি।

গতকাল সোমবার বিকালে প্রেসক্লাবের কার্যালয়ে আহবায়ক কমিটির আহবায়ক আজহারুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম। 

এসময় আহবায়ক আজহারুল হক, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সুমন ও বিপ্লব ঘোষ নবনির্বাচিত কমিটির সভাপতি খালিদ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক কাজী সোহেলের কাছে এ দায়িত্ব বুঝিয়ে দেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহ জালাল, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান ও সাবেক সভাপতি অমিতাভ অপু।

এসময় উপস্থিত থেকে দায়িত্ব গ্রহণ করেন নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আজহারুল হক, সহ-সভাপতি শাহিনুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ ইমরান হোসেন সুজন, দপ্তর সম্পাদক ফজলুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য ইব্রাহীম খলিল, সাদের হোসেন বুলু ও বিপ্লব ঘোষ। অনুষ্ঠান শেষে বিগত বছরের প্রেসক্লাবের উনয়ন ও সাংগঠনিক নথিপত্র বুঝে নেন নতুন কমিটির সদস্যরা। সেই সাথে নতুন কমিটিকে ফুল দিয়ে গ্রহণ করেন পুরাতন কমিটি ও প্রেসক্লাবের সব সদস্যরা।

উল্লেখ্য, গত ৪ মে নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২৭ সালের জন্য সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এতে খালিদ হোসেন সুমন সভাপতি এবং কাজী সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.