× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইজিবাইকচালক আরমান হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি

১৪ মে ২০২৪, ১৯:৩৯ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইক চালক আরমান শেখের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি টুঙ্গিপাড়া শাখা।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১১টায় এ কর্মসূচি পালন করেন ইজিবাইক গাড়ির চালকরা। 

টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মুন্সিরচর গ্রামের বাসিন্দা গণমাধ্যমকর্মী মো. তপু শেখের ছেলে নিহত আরমান শেখ (১৯) গত ১১ মে শনিবার দুপুর থেকে তাঁর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ হন। গত রোববার ১২ মে বিকাল তিনটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার দাড়িয়ারকূল নদীর পাড় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।

আরমান শেখের নির্মম হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল ১১ টার দিকে ইজিবাইক চালকেরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ডে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একে অপরের হাতে হাত রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি টুঙ্গিপাড়ার সভাপতি মিটু শেখ, সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুম শেখ, সাংগঠনিক সম্পাদক ইছাক মোল্লা সহ প্রায় ২ শত অটোচালক উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.