ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শেখ হাসিনা সড়কে বেপরোয়া গতির মোটর সাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামে একজন যুবক নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলার পত্তন ইউনিয়নের দত্তখোলা এলাকায়।
নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড়খোলা গ্রামের কালন মিয়ার ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শী জনতা ঘাতক মোটরসাইকেলটিকে আটক করলেও এর চালককে ধরতে পারেনি।
নিহত জিতু মিয়ার পিতা কালন মিয়া জানান, মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যাওয়ার জন্য ছেলে জিতু মিয়াকে নিয়ে তিনি সিএনজি চালিত অটোরিকশায় উঠেন। সকাল ১০টায় বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়া শেখ হাসিনা সড়কে দত্তখোলা এলাকায় পৌঁছার পর ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে যাওয়া বেপরোয়া গতির একটি মোটর সাইকেলের সাথে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে জিতু মিয়া আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ছেলে জিতু মিয়াকে দুর্ঘটনা স্থলে উপস্থিত অন্যান্য পথচারী ও যানবাহন যাত্রীদের সহযোগিতায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিতু মিয়াকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহত জিতু মিয়ার লাশ সন্ধ্যায় পিতার নিকট হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, এই দুর্ঘটনার বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।