× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ায় চেয়ারম্যান প্রার্থীর গাড়ি লক্ষ্য করে গুলি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

১৬ মে ২০২৪, ১৬:০৮ পিএম

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম সাঈদীর গাড়ী লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। 

বুধবার ( ১৫মে) রাত ১০টার দিকে ঢেমুশিয়ায় নির্বাচনী পথসভা শেষে বার আউলিয়া নগর ফেরার পথে ইলিশিয়া লম্বা রাস্তার কাছে পৌঁছলে মাছের ঘের থেকে গুলি করা হয়। 

বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ফের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ফজলুল করিম সাঈদী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেছেন, ‘প্রচারণায় ব্যাপক সাড়া দেখে কারও ইন্ধনে সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। এ সময় জীবন বাঁচাতে গাড়ি থেকে বের হওয়া আমার তিনজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’ 

নিখোঁজদের নাম পরিচয় পরে জানাবেন বলেও সাঈদী জানান।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাটি ফোনে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল করিম সাঈদীসহ একাধিক ব্যক্তি জানিয়েছেন। তবে রাত ১১টা পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। তবুও ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি ঘটনা তদন্ত করে দেখতে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.