× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক মিন্টু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

১৬ মে ২০২৪, ১৯:৪৩ পিএম

উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন দৈনিক সমকাল পত্রিকার মোহাম্মদ রায়হান খান ও সাধারণ সম্পাদক পদে কালের কন্ঠের আলতাফ হোসেন মিন্টু ও কোষাধ্যক্ষ পদে দৈনিক আমাদের সময় ও আনন্দ টেলিভিশনের এম আশিক নূর নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত কেরানীগঞ্জ প্রেসক্লাব ভবনে ভোট গ্রহণ ও গণনা শেষে নাম প্রকাশ করা হয়।

এছাড়া সহ-সভাপতি পদে রাকিব হোসেন (নয়া দিগন্ত) , সাংগঠনিক সম্পাদক পদে নাজিম উদ্দিন ইমন (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক পদে এরশাদ হোসেন (বাংলাদেশের খবর), নির্বাহী সদস্য নাসির উদ্দিন লিটন (ডিবিসি নিউজ) ও রাজু আহমেদ (দেশ রূপান্তর) নির্বাচিত হন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহরাওয়ার্দী শ্যামল ও শহীদুল ইসলাম বিপ্লব সমান ভোট পেয়ে যুগ্ম ভাবে নির্বাচিত হয়েছেন।

কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনার শফিক চৌধুরী ও সহকারী নির্বাচন কমিশনার ইউসুফ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.