নড়াইলের লোহাগড়ায় ডাকাতি মামলায় ২৪ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি পিকুল ওরফে টুটুল মোল্যাকে (৪১) উপজেলার চাচই গ্রাম থেকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত পিকুল ওরফে টুটুল মোল্যা নড়াইল জেলার লোহাগড়া থানার চাচই গ্রামের আবু বক্কার মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ মে) সকালে এসআই কে এম তৌফিক আহমেদ টিপু, এএসআই মিকাইল হোসেন ও এএসআই উজ্জ্বল দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামীর নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।