× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

১৯ মে ২০২৪, ১১:৫৮ এএম

রাজধানীতে অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে মিরপুর এলাকার একাধিক সড়ক অবরোধ করে রেখেছেন চালকরা।

রোববার (১৯ মে) সকাল ১০টার পর থেকে রাজধানীর মিরপুর-১, মিরপুর-১০ ও আগারগাঁও এলাকার সড়কের একাধিক স্থানে অবস্থান নেন চালকরা।

এর ফলে পুরো মিরপুরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

দাবি না মানা পর্যন্ত তারা রাস্তায় থাকার ঘোষণা দিয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বলেন, মিরপুরের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশাচালকরা মিরপুর-১০ নম্বর চত্বরে এসে জড়ো হয়ে অবস্থান করছেন। তারা লাঠি হাতে নিয়ে রাস্তা বন্ধ করে রেখেছেন। কোনো যানবাহনকে চলাচল করতে দিচ্ছেন না।

পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আন্দোলনরত অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলছে পুলিশ। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

গত ১৫ মে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক সভায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

রাজধানীর অলি-গলিতে দাপিয়ে বেড়ায় ব্যাটারিচালিত রিকশা। বিপজ্জনক উল্লেখ করে বিভিন্ন সময় এসব রিকশা চলাচল বন্ধের দাবি উঠলেও তা কমছে না। তাই এবার খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসবের বিষয়ে নির্দেশ দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.