লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাতের আনারস মার্কার উঠান বৈঠক গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা সরকারি প্রাথমিকবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইউ পি সদস্য মোঃ আজিজুল হক ডালিমের সঞ্চালনায় ও মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ শাহজাহান।
এসময় দেবর ইমতিয়াজ আরাফাতের আনারস প্রতীকে ভোট চাইলেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালামের কন্যা ও রামগঞ্জের বধূ ওয়াহিদা হোসেন রূপা।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত (আনারস প্রতীক) তার বক্তব্যে বলেন, আগামী ২১ মে আপনারা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবেন এবং আমার আনারস মার্কায় ভোট প্রদান করবেন। আমরা কোন রক্ত চক্ষুকে ভয় পাই না- আমি আপনাদেরকে অভয় দিচ্ছি শান্তিপূর্ণ পরিবেশে নিরিবিলি ভোট অনুষ্ঠিত হবে।
ভয় পাওয়ার কোন কারণ নেই। আপনারা প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন এবং আমার আনারস মার্কায় ভোট প্রদান করবেন। আলহাজ্ব মোঃ শাহজাহান বলেন ইমতিয়াজ আরাফাত একজন ভালো মানুষ, আপনারা একজন ভালো মানুষ পেয়েছেন দল মত নির্বশেষে আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত (আনারস প্রতীক), পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালামের জামাতা ও রামগঞ্জ উপজেলার ভাদুর মিয়া বাড়ির সন্তান জাহীদ হাসান প্রীতম, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সদস্য এম এ মমিন পাটোয়ারী, ৬নং লামচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজুল্লাহ জিসান, ৭নং দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান বিএসসি (টিউবওয়েল প্রতীক) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সহস্রাধিক মানুষ শ্লোগানে শ্লোগানে প্রার্থী, অতিথি ও নেতাদের স্বাগত জানান।
উল্লেখ্য আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। দ্বিতীয় ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার প্রচারনা রয়েছে তুঙ্গে।