× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক সেমিনার

গোপালগঞ্জ প্রতিনিধি

১৯ মে ২০২৪, ১৯:৫৬ পিএম

গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে ‘উগ্রবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর করণীয় ও উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মে) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত বাংলাদেশে পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‘উগ্রবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর করনীয় এবং উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা পিপিএম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, গোপালগঞ্জের জেল সুপার আল-মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শফিকুল ইসলাম উক্ত সেমিনারে প্রধান আলোচক ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের এডিসি ইশতিয়াক আহমেদ। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে জঙ্গিবাদ দমনে কার কি ভূমিকা? সে সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।পাশাপাশি ‘ডেরাডিকেলাইজেশন’ সম্পর্কে সকলের মাঝে স্পষ্ট ধারনা সৃষ্টির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করেন। ডেরাডিকেলাইজেশন বলতে চরম রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় দৃষ্টিভঙ্গিসহ একজন ব্যক্তিকে বিষয়গুলিতে আরো মধ্যপন্থী অবস্থান গ্রহণ করতে উৎসাহিত করার একটি প্রক্রিয়া বোঝায়।

এছাড়াও সেমিনারে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা-সদস্যবৃন্দ, কারারক্ষী বাহিনীর সদস্য, আনসার সদস্যগণ এবং আলেম সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.