রংপুরের বদরগঞ্জ উপজেলা নির্বাচনে রবিবার ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রেজাউল হক শাহ্ তাঁর মনোনয়ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রত্যাহার করে নিয়েছেন।
ওই পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রেজাউল করিম পান্না বিনা প্রতিদ্বদন্দ্বীতায় ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন। রেজাউল করিম পান্না বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক।
চতুর্থ ধাপে আগামী ৫ জুন বদরগঞ্জ উপজেলায় ভোট হবে। এখানে উপজেলা চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়াম্যান পদে তিনজন লড়বেন। আগামীকাল সোমবার সকালে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা শাহনাজ বেগম বলেন, ‘বদরগঞ্জ উপজেলা ভাই চেয়ারম্যান পদে দু’জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রেজাউল হক শাহ্ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় অপর প্রার্থী রেজাউল করিম বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভাইস চেয়ারম্যান হতে যাচ্ছেন।