× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আশুলিয়ায় অনিয়মের কারণে ২ হাসপাতাল সিলগালা

আশুলিয়া প্রতিনিধি

১৯ মে ২০২৪, ২০:০৪ পিএম

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় নিবন্ধন না থাকায় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইটি বেসরকারি হাসপাতালকে সিলগালা করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রোববার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় নিবন্ধন না থাকায় আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত আশরাফ আলেয়া হাসপাতাল ও জামগড়া সরকার মার্কেট এলাকার ক্রিয়েটিভ ল্যাব এন্ড হাসপাতালকে বিভিন্ন অনিয়ম এবং নিবন্ধন না থাকায় সিলগালা করা হয়েছে।

এ বিষয়ে ডা. সাইদুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আশুলিয়ায় দুইটি হাসপাতালে অভিযান পরিচালনা করে আশরাফ আলেয়া হাসপাতাল ও ক্রিয়েটিভ ল্যাব এন্ড হাসপাতালের নিবন্ধন না থাকায় সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। 

অন্যদিকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল ও জামগড়া ছয়তলা এলাকার হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে। 

এ অভিযানে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.