× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফকিরহাটে স্বপন দাসের নির্বাচনী জনসভা যেন জনসমুদ্র

বাগেরহাট প্রতিনিধি

১৯ মে ২০২৪, ২০:১৫ পিএম

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচন। আর এ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস। 

এ উপলক্ষে রবিবার (১৯ মে) বিকেলে উপজেলার কাজী আজাহার আলি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে স্বপন দাসের আনারস প্রতীকের নির্বাচনী জনসভা। 

উপজেলার বিভিন্ন স্থান থেকে ছুটে আসা নেতাকর্মী ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে কলেজ মাঠ যেন জন সমুদ্রে পরিণত হয়েছে।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। স্বপন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য মো. ফিরোজুল ইসলাম, জনসভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেদ)

জনসভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ফকিরহাট উপজেলা পরিষদের সকল ইউপি চেয়ারম্যান স্বপন দাসের সমর্থনে বক্তব্য প্রদান করেন। আগামী ২১শে মে আনারস মার্কায় ভোট দিয়ে স্বপন দাসকে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.