× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিবি পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই করতে গিয়ে ধরা

১৪ ডিসেম্বর ২০২১, ২০:৪৭ পিএম

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বন্দর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সেলিম, কাশেম, ইলিয়াছ ও সাব্বির। তারা সবাই বন্দর আবাসিক এলাকার বাসিন্দা থাকেন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি মোটরসাইকেলের গতিরোধ করেন তিন ছিনতাইকারী। এরপর তারা মোটরসাইকেলের দুই আরোহীকে মারধর করেন। পরে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের মোটরসাইকেলের নম্বর প্লেটের ছবি তুলে ৯৯৯-এ ফোন করেন ভুক্তভোগীদের একজন। এর পরিপ্রেক্ষিতে টানা ১০ ঘণ্টা নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডবলমুরিং মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়ে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করা হয়। পরে ভুক্তভোগীর করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.