ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২০২৩ সালে ১১৪১ স্কোপাস ইনডেক্সড গবেষণা প্রকাশনা উদযাপন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০২৪-এ রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ড্যাফোডিল স্মার্ট সিটির নিজ ক্যাম্পাসে আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গবেষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. হাসিনা খান।
গবেষকদের উদ্দেশ্যে প্রফেসর ড. হাসিনা খান বলেন, বাংলাদেশকে একটি স্মার্ট দেশে পরিণত করতে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত করতে অবদান রাখতে পারে এমন ক্ষেত্রে গবেষণা কাজ ও প্রকাশনা প্রকাশ ও পেটেন্ট নিশ্চিত করার জন্য অধ্যাপক ও গবেষষকদের প্রতি আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানে জার্নাল প্রকাশনার বিভিন্ন ডিপার্টমেন্টের ডীন ও অন্যান্য ডিপার্টমেন্টের প্রধানদ্বয় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণা কাজে ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং স্কোপাস/আইএসআই-ইনডেক্সড গবেষণা প্রকাশনায়/ জার্নালে গবেষকদের উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনার স্বীকৃতি হিসাবে গবেষকদের মধ্যে প্রায় ৯৩-লক্ষ টাকা বিতরণ করা হয়।