সোমবার (২০ মে ) সকালে জেলা নির্বাচন অফিস এবং বিজয়নগর ও নবীনগর উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক ষষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত (মহিলা) আসনে পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দের মাধ্যমে দুপুর থেকে গানের সুরে ও গান বিহীন সুমুধুর কণ্ঠের তৈরি বাক্যের মাধ্যমে শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগর উপজেলা পরিষদের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।
আগামী ৫ জুন এই তিনটি উপজেলায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত (মহিলা) আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। গত তিন হতে চার মাস যাবত প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক প্রার্থীরা নিজ নিজ কৌশলে প্রতীক বিহিন রঙিন ও সাদাকালো পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং লিফলেট বিতরণের মাধ্যমে দোয়া চেয়ে অনানুষ্ঠানিক প্রচারণা চালিয়ে গেছেন।
সোমবার হতে তিনটি উপজেলায় সরগরম নির্বাচনী আমেজ তৈরী হয়েছে। এদিন সকালে সংশ্লিষ্ট এলাকার সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থী নিজ নিজ কর্মী সমর্থক সহকারে জেলা এবং উপজেলা নির্বাচন অফিস গুলোতে ভিড় জমান।
ব্রাহ্মণবাড়িয়া সদরের আনারস প্রতীক তিনজন চেয়ারম্যান প্রার্থী পছন্দ করায় লটারীর মাধ্যমে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। পরে প্রার্থীরা কর্মীদের আনন্দ মুখর মিছিলে প্রতীক (মার্কা) প্রচার করে এলাকায় ফিরে যান।
বিকেল থেকে তিনটি উপজেলাতেই তিন পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন কার্যক্রম শুরু হয়েছে। ভোটারদের মধ্যে তিনটি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রতীক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।