× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইলে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

২০ মে ২০২৪, ১৭:২৪ পিএম

নড়াইলে মাদক মামলায় দু’ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু’মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (২০ মে) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত)  মোহাম্মাদ সাইফুল আলম এ দন্ডাদেশ দেন। 

দন্ডপ্রাপ্তরা হলো মাগুরার মোহাম্মদপুর উপজেলার যশোমন্তপুর গ্রামের মোঃ লিন্টু  মিয়া (৩৬) ও একই উপজেলার উথালী গ্রামের নাজমুল হুদা (৪৪) রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত নাজমুল হুদা আদালতে উপস্থিত থাকলেও লিন্টু মিয়া পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৬ ডিসেম্বর নড়াইল-যশোর সড়কে সদরের সীতারামপুর থেকে পুলিশ একটি মোটরসাইকেল তল্লাসিকালে লিন্টুর কাছে ৩ কেজি ওজনের তরল  ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণীত হওয়ায় বিচারক এ রায় প্রদান করেন। 

নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি মোঃ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.