পাবনার ঈশ্বরদী পরিষদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো ও দলীয় নেতাকর্মীদের নিজ বাড়িতে ডেকে ওই প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বাধ্য করছেন বলে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) এমপি গালিবুর রহমান শরীফের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগটি তদন্ত করা হচ্ছে। প্রমাণিত হলেই বিষয়টি নির্বাচন কমিশনকে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সুরাপিশ করা হবে বলে জানা গেছে।
সোমবার বিকেলে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এর আগে গত শনিবার (১৮ মে) ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগটি দায়ের করেন প্রতিদ্বন্দ্বি মোটর সাইকেল প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা যায়, আগামী ২৯ মে ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের আওতায় ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মুল প্রতিদ্বন্দ্বি প্রার্থী হচ্ছেন সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপির সাবেক চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। আর তাঁর বিপরীতে প্রতিবন্দ্বি প্রার্থী হয়েছেন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।
সূত্র মতে, নির্বাচনে এমপি গালিবুর রহমান শরীফ নিজের বড় বোন মাহাজেবিন শিরিন পিয়ার স্বামী আবুল কালাম আজাদ মিন্টুকে সমর্থন না দিয়ে এমদাদুল হক রানা সরদারকে সমর্থন দিয়েছেন। অন্যদিকে আওয়ামীলীগের একটি বৃহৎ অংশের নেতাকর্মীরা আবুল কালাম আজাদ মিন্টুকে সমর্থন দিয়েছেন। মাঠে কাজ করছেন। এমপি সমর্থিত এমদাদুল হক রানা সরদার (আনারস) প্রতিক ও আবুল কালাম আজাদ মিন্টু ( মোটর সাইকেল) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যেই মিন্টুর আনারসের পক্ষে কাজ করতে গিয়ে পৌর জাতীয় শ্রমিকলীগের সভাপতি মজিবর রহমান খানের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।
স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন জেষ্ট্য নেতা ও ইউনিয়ন পরিষদের দণন চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান, নৌকা প্রতিক বিহীন উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এমপি সরাসরি এমদাদুল হক রানা সরদারকে সমর্থন দিয়েছেন। নেতাকর্মীদের নিজ বাড়িতে ডেকে রানা সরদারের পক্ষে কাজ করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করছেন। নির্বাচনে তাঁর নির্দেশের বাইরে কাজ করলে এমপির বিরাগভাজন হয়ে অনেক প্রবীন ও ত্যাগী নেতাকর্মীই দলীয় পদ হারিয়ে ফেলতে পারেন। এই আতংক ও শঙ্কায় পড়ে নেতাকর্মীরা চরম বিব্রত ও অস্বস্তিতে রয়েছেন।
তাঁদের অভিযোগ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের পছন্দমত প্রার্থী দেওয়ার আগে এমটি গালিবুর রহমান শরীফ নেতাকর্মীদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঘোষণা করলে এখন নেতাকর্মীদের এই অস্বস্তিতে পড়তে হতো না।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোটর সাইকেল প্রতিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু বলেন, স্থানীয় এমপি গালিবুর রহমান শরীফ সার্বক্ষনিক এমদাদুল হক রানা সরদারের পক্ষে নির্বাচনী গাইড লাইন প্রদান করছেন। আমার পক্ষে থাকা দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিজ বাড়িতে ডেকে এনে এমপি গালিব নানা রকম হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। রানা সরদারের আনারস প্রতিকের পক্ষে কাজ করার নির্দেশনা দিচ্ছেন। তার ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি শেরহান শরীফ তমাল ও ছোট চাচা লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ দিয়ে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এতে ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচন এমপির প্রভাবমুক্ত হয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া অসম্ভব হবে। এই জন্য নিবার্চনি রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি কমিশন সুবিচার করবেন।
আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার বলেন, এমপি গালিবুর রহমান শরীফ আমাকে সরাসরি সমর্থন দিয়েছেন কিনা তা জানি না। তবে এমপি মহাদয়ের ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল ও তাঁর ছোট চাচা লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ সরাসরি আমার পক্ষে মাঠে কাজ করছেন। রিটার্নিং কর্মকর্তার শোকজের জবাব দিয়েছি। খাবার বিতরণের সময় ভ্রাম্যমান আদালতের করা জরিমানার ১০ হাজার টাকা প্রদান করেছি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আনারস প্রতিকের প্রার্থী এমদাদুল হক রানা সরদার ও মোটর সাইকেল প্রতিকের প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু উভয়ই নির্বাচনি আচরণ বিধী ভঙ্গের অভিযোগ করেছেন। এমদাদুল হক রানা সরদারকে আচরণ ভঙ্গের দায়ে শোকজ চিঠি দেওয়া হয়েছে। তার পক্ষে নেতাকর্মীদের মধ্যে রান্নাকৃত খাবার বিতরণকালে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
তিনি আরও বলেন, এমপি গালিবুর রহমান শরীফের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু নির্বাচনে আচরণ ভঙ্গের লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। প্রমানিত হলে পদক্ষেপ গ্রহনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে।
এসব বিষয়ে জানতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও এমপি গালিবুর রহমান শরীফের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh