কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ ধাপে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার সকাল ১০টার থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৮ জন প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন কুমিল্লা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। এই নিয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রত্যাহার পর্ব শেষে উপজেলা নির্বাচন গড়াল মাঠের লড়াইয়ে মধ্যে দিয়ে শুরু হয়েছে প্রচারযুদ্ধ।
প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্ধকৃত প্রতীকের মধ্যে রয়েছে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রেহানা বেগম (আনারস প্রতীক), একে এম সিদ্দিকুর রহমান আবুল (মোটর সাইকেল প্রতীক), মো. শহীদুল্লাহ (ঘোড়া প্রতীক) নিয়ে লড়বেন।
উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. মকবুল হোসেন পাঠান (তালা প্রতীক), মনিরুজ্জামান টিপু (টিয়া পাখি), এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট খন্দকার হালিমা (হাঁস প্রতীক), নাজমা হক (ফুটবল প্রতীক), শিউলি আক্তার আলো (কলস প্রতীক)।
এই নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা জানান, নির্বাচনে একাধিক প্রার্থী একই প্রতীক চেয়েছেন। ফলে সেটি লটারি এবং সমঝোতার ভিত্তিতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ৫ ই জুন হোমনা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।