× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেজাউলকে ভাইস চেয়ারম্যান ঘোষণা

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

২০ মে ২০২৪, ১৭:৫৭ পিএম

রংপুরের বদরগঞ্জ উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেজাউল করিম পান্নাকে ভাইস চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২০ মে) বিকেল ৪টায় রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে ভাইস চেয়ারম্যান ঘোষণা করেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা শাহনাজ বেগম। 

এর আগে উপজেলা চেয়ারম্যান পদে ২জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ উপজেলায় আগামী ৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। রেজাউল করিম পান্না বদরগঞ্জ উপজেলা ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

রিটার্নিং কর্মকর্তা শাহনাজ বেগম বলেন, ‘বদরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গত রোববার ( ১৯ মে) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রেজাউল হক শাহ্ নামে এক ভাইস চেয়ারম্যান প্রার্থী তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এই পদে আর কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় অপর প্রার্থী রেজাউল করিম পান্না কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা ভাইস চেয়ারম্যান ঘোষনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.