নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত রানওয়ে সংস্কারের পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২০ মে) ৩টায় বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইটটি অবতরণ করেছে।
এর আগে সকালে বজ্রপাতে রানওয়েতে ফাটল দেখা গেলে ওই ফ্লাইট অবতরণ করতে পারেনি। ফলে ওই বিমানের ঢাকাগামী অন্তত ৭০ যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়ে। অন্যান্য কোম্পানির ফ্লাইটগুলো দুপুর পৌনে ১২টার দিকে স্বাভাবিক হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন সৈয়দপুর বিমানবন্দর স্টেশনের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার (১৯ মে) রাতে সৈয়দপুরে বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হয়। এতে রানওয়ের দক্ষিণে কিছুটা ফাটলের সৃষ্টি হয়। এ কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার সকাল ৮টার বিমান বাংলাদেশের ড্যাশ-৮ ফ্লাইটসহ অন্যান্য ফ্লাইট অবতরণের নির্দেশ দেয়নি। মেরামতের পর দুপুর পৌনে ১২টার দিকে ইউএস-বাংলা ও নভোএয়ারের দুটি উড়োজাহাজ অবতরণ করে। কিন্তু ড্যাশ-৮ বিমানগুলো অবতরণের উপযোগী হয় দুপুর ২টার দিকে।
সুপ্লব কুমার ঘোষ বলেন, বজ্রপাতে রানওয়ের অল্প কিছু অংশে ফাটল দেখা দিয়েছিল। ইতিমধ্যে তা সংস্কার করা হয়েছে। পরে দুপুর ২টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ বিমানটি অবতরণ করে।