× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি

২১ মে ২০২৪, ১২:২০ পিএম

গাইবান্ধায় মাদক মামলায় সিমা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে এ মামলায় ময়নুল ইসলাম নামে অপর এক আসামিকে বেকসুর খালাশ দেয়া হয়েছে।

সোমবার (২০ মে) গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবির এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত সীমা বেগম জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চরমগাছা পার্বতীপুর গ্রামের খোকন মোল্লার স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৯ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মায়ামনি হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেনসিডিলসহ সিমা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বদরুন্নাহার বেবি জানান, মামলার এ রায়ে সন্তুষ্ট তিনি। এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.