× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে ছাত্রলীগ দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ

মাহমুদ খান, সিলেট ব্যুরো

২১ মে ২০২৪, ১৪:০১ পিএম

সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। এসময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।

সোমবার (২০ মে) রাত ৮টার দিকে সিলেট নগরের হাউজিং স্টেট, রিকাবীবাজার ও দাড়িয়াপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতরা হলেন রাজু (২৪) ও রোহানা (২৬)।

জানা যায়, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮টার দিকে সুবিদবাজার এলাকায় একটি ফুচকা টংয়ের সামনে থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে আম্বরখানা হাউজিং এস্টেট ২নং রোডে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ গ্রুপের কয়েকজন কর্মী-সমর্থক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপের কর্মী ইসফাক নূরের গাড়িতে হামলা চালায়। পরে দুই পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়ে সেটি জিন্দাবাজার এলাকার দাড়িয়াপাড়া পর্যন্ত চলে আসে। এসময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষ চলাকালে দুইজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। 

সংঘর্ষের খবর পেয়ে কোতোয়ালি থানা ও লামাবাজার ফাঁড়ির পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানা ও  লামাবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকেই সরিয়ে দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষ চলাকালে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। দুজন আহত হয়েছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি, দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.