চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৯ মে) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকা ইসলামিয়া হাসপাতালে ভর্তি কর হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ মঙ্গলবার সকাল ১১টার সময় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম আবু বকর সিদ্দিকের বাড়ি উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে।
এদিকে উপজেলার ঐতিহ্যবাহী দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যগণ, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা সমবেদনা শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবরে শিক্ষক সমাজের শোকের ছায়া নেমে আসে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।