সিলেটের কোম্পানীগঞ্জে ২ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে তীব্র গরমের কারণে মাথাঘুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি কোম্পানীগঞ্জ উপজেলার চাতলপাড়ের বিলাজুর গ্রামের তাজু ইসলামের ছেলে মফিজ মিয়া (৫৫)।
স্থানীয় সূত্র জানায়, মফিজ মিয়া তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে নৌকাযোগে পাশের একটি খাল পার হতে গিয়ে নৌকায় উঠার আগেই মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম দস্তগীর সংবাদ সারাবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরমে হিটস্টোকের কারণে তার মৃত্যু ঘটতে পারে। তবে চিকিৎসক বিষয়টি নিশ্চিত করতে পারবেন।