× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বামীর হাতে স্ত্রী খুন: প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

২৪ মে ২০২৪, ১৪:২৭ পিএম

গাইবান্ধায় যৌতুকের টাকা দিতে না পারায় পাষান্ড স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (২৩ মে) মানববন্ধন বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। 

বিক্ষোভকারীরা জানান, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বাসিন্দা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মেম্বর তার স্ত্রী শাহীনা আকতারকে নিয়ে গাইবান্ধা শহরের খানকা শরীফ এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। বিয়ের পর থেকে শাহীনাকে যৌতুকের টাকার জন্য স্বামী জাহাঙ্গীর মেম্বর নির্যাতন চালিয়ে আসছিলেন। ঘটনার দিন ১৩ মে রাতে স্বামী জাহাঙ্গীর স্ত্রীকে যৌতুকের ১০ লাখ টাকা আনার জন্য চাপ দেয়। এতে সে রাজী না হওয়ায় ওই রাতেই তাকে নির্যাতনের পর ব্রেড দিয়ে হাতের রগ কেটে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে দরোজার সাথে ঝুলিয়ে রাখে। পরদিন ১৪ মে পুলিশ লাশ উদ্ধার করে । 

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ আসামিকে গ্রেফতার করতে পারেনি। ফলে নিহতের স্বজন ও এলাকাবাসী আজ দুপুরে হত্যাকারী জাহাঙ্গীর মেম্বরকে গ্রেফতারের দাবিতে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দাড়িয়াপুরে মানববন্ধন ও ৩ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন । পরে গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.