সিলেটের দক্ষিণ সুরমায় নাম্বার বিহীন সিএনজিচালিত অটোরিকশা চাপায় ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার সিলেট-সুলতানপুর সড়কের তেলিপাড়া নয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী দুই ঘণ্টা সিলেট সুলতানপুর সড়ক অবরোধ করে রাখে। এসময় তারা সড়কে নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা বন্ধ ও পলাতক চালককে গ্রেফতারের দাবি জানান। পরে মোগলাবাজার থানা পুলিশের আসামি গ্রেফতার ও সড়কে নাম্বার বিহীন সিএনজিচালিত অটোরিকশা বন্ধের আশ্বাসে ও সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের অনুরোধে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
নিহত শিশু সিলাম ইউনিয়নের তেলিপাড়া এলাকার রিপন মিয়ার মেয়ে রাফিয়া জান্নাত মাইশা (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাইশা তার দাদার সাথে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বেরোয়। হঠাৎ করে সিলেট-সুলতানপুর সড়কে সিলেটগামী একটি নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা দ্রুত গতিতে এসে মূল সড়কের পাশে বাড়ির রাস্তায় এসে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর গাড়ি রেখে তাৎক্ষণিক চালক পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল করে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে, মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।