× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দোহারে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৭

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২৪ মে ২০২৪, ১৬:৩৫ পিএম

ঢাকার দোহার উপজেলায় পদ্মানদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৭ জনকে আটক করেছে কুতুবপুর নৌ পুলিশ। 

শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার মধুরচর এলাকায় পদ্মানদীতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় বালু ভর্তি একটি বাল্কহেড ও একটি লোড ড্রেজার (কাটার)সহ তাদের আটক করে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। 

আটকৃতরা হলেন, ফরিদপুর জেলার সদরপুর থানার সৈজদ্দিন আকন কান্দি গ্রামের মৃত নুরুল হক আকনের ছেলে মামুন (৩৫), দোহার থানার মধুরচর এলাকার ওহেদ আলী শেখের ছেলে আব্দুল হাশেম শেখ (৫৫), বাগেরহাট জেলার মোল্লার হাট থানার উদয়পুর আরোয়াকান্দি গ্রামের সাহেব আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (৩৬), দোহার থানার কুলছুড়ি গ্রামের শেখ জয়নালের ছেলে মো. জুয়েল (৩০), পিরোজপুর জেলার নেছারবাদ থানার বলদিয়া তালূকদার বাড়ী গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রুবেল হোসেন (৩২), বরিশাল জেলার মেহেদিগঞ্জ থানার চর ডাইয়া গ্রামের মৃত জামাল মুন্সির ছেলে মো. ইলিয়াস (৩০), বরিশাল জেলার মেহেদিগঞ্জ থানার পাতাবুনিয়া গ্রামের মৃত মজিদ খন্দকারের ছেলে ওমর ফারুক খন্দকার (৫৫)।

উদ্ধারকৃত লোড ড্রেজার ও বাল্কহেডের বাজার মূল্য আনুমানিক ৮৫ লক্ষ টাকা কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই জহুরুল ইসলাম জানান, মধুরচর এলাকায় পদ্মানদীতে কাটার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এবং সেখান থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি লোড ড্রেজার(কাটার) মেশিন ও বালুভর্তি ১টি বাল্কহেডসহ ৭ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা প্রক্রিয়াধীন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.