গাইবান্ধা সদর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জোহা আকন্দ (৩৫) নামে এক যুবককে ঢাকার দক্ষিণ বাসাবো এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত জোহা আকন্দ গাইবান্ধার সদর উপজেলার শিবপুর (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ছাত্রী একই উপজেলার একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ওই ছাত্রী মাদরাসায় যাওয়া-আসার পথে প্রায় সময় উত্ত্যক্ত করতেন জোহা আকন্দ। গত ১ মে রাত সাড়ে ৮টার দিকে ছাত্রী বাড়ির বাথরুমে যান। এ সময় জোহা আকন্দ বাথরুমে প্রবেশ করে ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনার পরদিন ছাত্রীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা করেন। এরপর থেকে জোহা আকন্দ আত্মগোপনে থাকেন।
জোহা আকন্দকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের দিকে গাইবান্ধা র্যাব-১৩ ও ঢাকার র্যাব-৩ অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ বাসাবো এলাকার প্রাইম ব্যাংকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।