× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘পৃথিবী থেকে বিদায়, ভালো থাকো সবাই’

নওগাঁ প্রতিনিধি

২৫ মে ২০২৪, ১৩:০৩ পিএম

নওগাঁর সাপাহারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তৌফিক রানা (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। 

শুক্রবার (২৪ মে) ভোরে উপজেলার টি এন্ড টি পাড়ার বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

তৌফিক রানা ওই এলাকার মোস্তফা হোসেনের ছেলে। 

এর আগে রাত ২টার দিকে ফেসবুক আইডি থেকে “পৃথিবী থেকে বিদায়, ভালো থাকো সবাই, সব শেষ আমার” এই কথাটি পোস্ট দিয়ে আত্মহত্যা করে সে।

পরিবার সূত্রে জানা গেছে, তৌফিক রানা প্রতিদিনের ন্যায় এদিন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত ২টার দিকে ঞড়ঁভরশ জধহধ ফেসবুক আইডি থেকে তার স্টোরিতে “পৃথিবী থেকে বিদায়, ভালো থাকো সবাই, সব শেষ আমার” এই কথাটি পোস্ট দেয় এবং কিছু বন্ধুদের ম্যাসেনজারেও কথাগুলি পাঠায়। এরই মধ্যে রাতের কোনো এক সময় নিজ শয়ন ঘরের ভিতরে ওড়না বেঁধে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের বাবা মোস্তফা হোসেন জানান, শুক্রবার ভোর ৫টার দিকে তৌফিকের মা ঘুম থেকে উঠে দেখে ছেলের ঘরের দরজা খোলা। এতো সকালে দরজা খোলা দেখতে পেয়ে ঘরের দিকে এগিয়ে গেলে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এসময় বাড়ির লোকজনসহ প্রতিবেশিরা এগিয়ে আসে এবং স্থানীয় থানায় খবর দেন।

তার বাবা আরও জানায় আমার দুই ছেলে এক মেয়ে। তার মধ্যে তৌফিক সবার ছোট। প্রায় ৮মাস আগে শিবগঞ্জ থানা এলাকায় ছেলেকে বিয়ে দিয়ে ছিলাম। নতুন বউ আমার বাড়িতে সংসার এক মাস না করতেই সংসার আর করবে না বলেই বউমা তার বাবার বাড়ি চলে যায়।

এবিষয়ে সাপাহার  থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব এর সাথে কথা হলে তিনি সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে এর আগে ২৪ মে শুক্রবার তৌফিক তার ফেসবুকে পোস্ট দেয় “নেশা আমিও একটা ভদ্র সমাজ থেকে বড় হয়েছিলাম, ঠিক সবার মতো আমার সমাজেও আমাকে নিয়ে অনেকে স্বপ্ন দেখতো, কিন্তু বাজান সময়ের পরিবর্তে আমার জীবনে এমন কিছু মানুষ এসেছিলো, যারা আমার জীবিত দেহ থেকেই আমার আত্মটাকে কেড়ে নিয়েছিলো, ঠিক তার জন্যই আজ আমি নেশার জগতের বাসিন্দা।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.