চাঁদপুরের মতলব উত্তরের ফরাজীকান্দি দরবার শরীফে আল্লামা শায়খ সায়্যিদ ড. মানযূর আহমাদ আল আহ মাদী উয়েসী রিফায়ীর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য ৩ দিন ব্যাপি ওয়েস্বাল শরীফ (মাহফিল মাহফিল) সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ মে) বাদ জুম্মা আখেরী মুনাজাতের মধ্যদিয়ে ফরাজীকান্দি কমপ্লেক্স মসজিদে ফাতেমা তুজ জাহরা এর সামনের মাঠে ৩ দিনের মাহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আখেরী মুনাজাত পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবার পীর আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী।
মাহফিলের শেষদিনে শুক্রবার বেলা ১১টায় প্রধান আলোচক হিসাবে বয়ান পেশ করেন পীর মুফতি মুহাম্মাদ গিয়াস উদ্দিন আত-ত্বাহেরী। ফরাজীকান্দি দরবারের মসজিদে ফাতেমা তু যোহরায়র খতিব হযরত মাওলানা জাকারিয়ার শিকদারের পরিচালনায় বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।
ফরাজীকান্দি দরবার শরীফের নেদায়ে ইসলাম সেবা সংস্থার আয়োজনে ৩ দিনের এই মাহফিলের দ্বিতীয় দিনে বয়ান পেশ করেন হাফেজ মাওলানা মুহাম্মাদ বোরহান উদ্দিন সালেহী।
প্রথম দিনে বয়ান পেশ করেন আল্লামা শায়খ ড. সাইফুল আজম বাবর আল আজহারী ও আল্লামা শায়খ মুহাম্মাদ ড. সাইফুল ইসলাম আল আজহারী। আজকের সমাপনি মাহফিলে উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মতলব উত্তর থানার ওসি তদন্ত ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, সৈয়দ আহম্মেদ বুলবুল মাষ্টার, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুধিসমাজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফরাজীকান্দি দরবার শরীফের আশেকান ভক্তবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মাহফিলে এই প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে কয়েক সহস্রাধিক মুসুল্লিরা অংশ গ্রহণ করেন।