× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিবচরে সংগ্রাম খান স্মৃতি ক্রিকেট টি-২০ ফাইনালে পুরস্কার বিতরণ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

২৫ মে ২০২৪, ১৫:৫৯ পিএম

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে আমরা সকল দিক থেকে যদি উন্নতি না করতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে যদি আধুনিক শিক্ষায়, আধুনিক খেলাধূলায় এবং যদি স্মার্ট না করতে পারি তাহলে আমরা কিন্তু উন্নত বাংলাদেশের প্রতিযোগিতায় যেতে পারবো না। 

গতকাল শুক্রবার বিকেলে মাদারীপুরের শিবচরে মাহমুদ হাসান খান (সংগ্রাম) স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন।

এসময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, নবনির্বাচিত শিবচর উপজেলা চেয়ারম্যান ডা: মো: সেলিম, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সভাপতি মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার হাসান রানা খান প্রমূখ উপস্থিত ছিলেন।

জানা যায়, শুক্রবার বিকেলে শিবচর হাতির বাগান মাঠে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের আয়োজনে মাহমুদ হাসান খান (সংগ্রাম) স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন। ১০ টি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনালে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব বনাব ভেন্নাতলা একাদশ অংশগ্রহন করে। খেলায় ভেন্নাতলা একাদশকে হারিয়ে বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলায় বরহামগঞ্জ ইউনাইটেড ক্লাবের সজলকে ম্যান অব দ্যা ম্যাচ, শামীম ম্যান অব দ্যা টুর্নামেন্ট, আকাশ সেরা ব্যাটস ম্যান ও শামীমকে সেরা বোলার ঘোষনা করা হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আরো বলেন, আমরা চাই খেলাধূলা, পড়াশোনাসহ সকল বিষয়ে যেন শিবচর এগিয়ে যেতে পারে। শিবচরে খেলাধূলার জন্য অনেক প্রকল্প হচ্ছে। এর মধ্যে শেখ রাসেল স্টেডিয়ামের কাজ চলছে। ৫০ কোটি টাকা ব্যয়ে আমাদের একটি ইনডোর স্টেডিয়ামের অনুমোদন হয়েছে। যেখানে সকল রকমের সুযোগ সুবিধা থাকবে। এছাড়াও মরহুম ইলিয়াস চৌধুরী ক্লাবের ভবন নির্মানের কাজ শুরু হয়েছে। ভবন নির্মান শেষ হলে এখানে খেলোয়াড়দের থাকা, খাওয়াসহ সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.