× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে গোপালগঞ্জ পৌর মেয়র

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ

২৫ মে ২০২৪, ১৮:০১ পিএম

গোপালগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় গত শনিবার (১৮ মে) ভোররাতে মশার কয়েলের আগুনে প্রতিবন্ধী প্রফুল্ল বিশ্বাসের পালিত গাভী সহ তরতাজা ৩টি গরু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয় তার। দুধ বিক্রি করেই মূলত তাদের সংসার চলতো। হঠাৎ গরুগুলো মারা যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েন।

পরে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সেই কৃষকের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা, মানবতার ফেরিওয়ালা, গোপালগঞ্জ পৌরসভার মানবিক মেয়র শেখ রকিব হোসেন।

গত সোমবার বেলা ১১টায় পৌর মেয়র শেখ রকিব হোসেন নিজেই ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী কৃষক প্রফুল্ল বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে ও তার পরিবারের সকলকে সান্ত্বনা দেন। এসময় মানবিক মেয়র তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত কৃষক প্রফুল্ল বিশ্বাসের হাতে নগদ ২ লক্ষ টাকা তুলে দেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি পুনরায় স্বাবলম্বী হবে সেই লক্ষ্যেই মূলত এ কর্মকান্ড। আর্থিক সহায়তা পেয়ে প্রতিবন্ধী কৃষক প্রফুল্ল বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা আনন্দে কেঁদে ফেলেন। 

প্রফুল্ল বিশ্বাস গণমাধ্যমকে বলেন, বর্তমান জামানায় কেউ কারোর বিপদে সহজেই এগিয়ে আসে না। আমাদের চরম বিপদে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মেয়র মহোদয় পাশে দাঁড়িয়েছেন। আমরা মেয়রের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সৃষ্টিকর্তার নিকট আশীর্বাদ করছি।

প্রসঙ্গত, শেখ রকিব হোসেন পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি পৌরসভা থেকে প্রাপ্ত তার সম্মানী ভাতা নিজে ভোগ না করে পুরোটাই মানব কল্যাণে ব্যয় করে থাকেন। শুধু তাই নয় পৈত্রিক ও তার নিজস্ব জমিতে উৎপাদিত ফসল বিক্রির সমুদয় অর্থও তিনি মানব কল্যাণ ও সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করে থাকেন। এছাড়াও প্রতিবছর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তিনি পৌরসভার সমস্ত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের হাতে সন্তোষজনক সম্মানী তুলে দেন। জামিল নামে এক বুদ্ধি প্রতিবন্ধী পত্রিকার হকারকে নীজ অর্থায়নে একটি ঘর নির্মাণ করে দেন।

ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী কৃষক প্রফুল্ল বিশ্বাসের হাতে সাহায্যের ২ লক্ষ টাকা তুলে দেওয়ার সময় গোপালগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর রনি হোসেন কালু, পৌর সভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.