× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে বৃষ্টি হলেও কমেনি অস্বস্তিকর গরম

বরিশাল ব্যুরো

২৫ মে ২০২৪, ১৮:১৭ পিএম

বরিশালে গত কয়েকদিনের প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। তবে থেমে থেমে প্রশান্তির বৃষ্টি নামলেও কমছেনা ভ্যাপসা গরম। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরে আধা ঘণ্টার মতো মাঝারি ধরনের বৃষ্টির দেখা মেলে। তবে এতে কমেনি অস্বস্তিকর গরম। দুপুর হতেই পাল্টে যায় আবহাওয়ার আচরণ। শুরু হয় আবারও তাতানো রোদ।এর আগে এদিন সকাল ৯টায় বরিশালের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ৬২ শতাংশ ছিল বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাজাহারুল ইসলাম।

তিনি বলেন, আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে।

এদিকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে বলে রাতের বেলা ঠিকমতো ঘুমাতে পারছেন না বলে জানিয়েছেন নগরবাসী। তাছাড়া নিত্যদিনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমজীবী মানুষের আয়ে বিরূপ প্রভাব ফেলেছে এমন দুর্বিষহ গরম।

অপরদিকে সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি ভালো থাকায় অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক নিয়মে করছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তা আ. রাজ্জাক।

গুমোট আবহাওয়ার কারণে সাগর তীরবর্তী মানুষের মনে শঙ্কা দেখা দিয়েছে। তবে এর আগের ঘূর্ণিঝড়গুলোতেও এমন আবহাওয়া ছিল বলে জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী দক্ষিণাঞ্চলের নদীগুলো শান্ত থাকলেও সাগর উত্তাল হয়ে আছে। আর জোয়ারের সময় ঘূর্ণিঝড় আঘাত হানলে আট থেকে দশ ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলছে আবহাওয়া অফিস।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.