× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইগাতীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

২৫ মে ২০২৪, ১৮:২৮ পিএম

চলতি মৌসুমে শেরপুরের ঝিনাইগাতীতে অভ্যন্তরীন বুরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২৫ মে) সকালে ঝিনাইগাতী খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল রানা, খাদ্য গুদাম কর্মকর্তা ওয়াহিদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খাদ্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা, এলাকাবাসী ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় কৃষকদের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে ১৬৪৯ মেট্রিক টন ধান এবং মিল মালিকদের নিকট থেকে ৪৫ টাকা কেজি দরে ১৭৭৪ মেট্রিকটন চাল ক্রয় করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.