× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের উন্নয়ন আ.লীগের হাতে: মাহবুবুর রহমান

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২৫ মে ২০২৪, ১৯:৩৭ পিএম

ঢাকা জেলা পরিষরে চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান বলেছেন, দেশের উন্নয়নও আওয়ামী লীগের হাতে। দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের ক্ষমতায় আসা দরকার ছিল। আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগের মতো শক্তিশালী সংগঠন বলেই এতকিছু করা সম্ভব হচ্ছে।  

শনিবার বিকেলে দোহার উপজেলায়  ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ৪ টি বাস্তবায়তি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মাহবুবুর রহমান বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতাকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রেখেছে ঢাকা জেলা পরিষদ। প্রকল্প বাস্তবায়নের ফলে এই অঞ্চলের জনগোষ্ঠীর ব্যাপক অগ্রগতি হয়েছে।  আ.লীগ ক্ষমতায় আছে বলেই এতো উন্নয়ন সম্ভব হচ্ছে। তিনি দেশবাসীর কাছে শেখ হাসিনার জন্য দোয়া কামনাও করেন।

তিনি আরও বলেন, বিগত বছরে সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন তিনি। নতুন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ঢাকা জেলা পরিষদ একদিন মাইল ফলক হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের উপ-সহকারী মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতা শেখ শাহাবউদ্দিন, হাবিবুর রহমান, সাজ্জাদ হোসেন সাজু, আবু তালেব মোড়ল প্রমুখ।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.