লোহাগড়ায় হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মো. জাকারিয়াকে (৪৩) গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
আসামি মো. জাকারিয়া লোহাগড়া থানার মাইগ্রাম এলাকার মুক্তার বুড়ার ছেলে। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন যাবত ভারতে পালিয়ে ছিল। দেশে ফিরেই পুলিশের হাতে আটক হন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে লোহাগড়া থানার এসআই এফএম হাসিবুর রহমান ও এএসআই আকিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মিয়াবাড়ী গ্রাম থেকে আসামি জাকারিয়াকে গ্রেফতার করে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।