সিলেট মহানগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অবৈধ ঊনসত্তর লক্ষ চৌদ্দ হাজার ছয়শত চল্লিশ টাকার ভারতীয় পণ্য ও একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।
আটক গাড়িচালক রেজুয়ান আহমদ (২৩) জৈন্তাপুরের হরিপুরের আব্দুর রহিমের ছেলে।
রবিবার (২৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, শনিবার (২৫ মে) রাত সাড়ে আটটার সময় শাহপরাণ (রহ.) থানার শিবগঞ্জ সেনপাড়া থেকে ওই গাড়িচালককে আটক করা করে ডিবি। এ সময় পিকআপ থেকে ১০৫ পিস ভারতীয় শাড়ি, ১৪ হাজার ৫৮০ পিস ভারতীয় ক্রিম ও ১৪ হাজার ৬৮৮ পিস ভারতীয় স্কিন ফ্রুট ক্রিম জব্দ কর হয়। মালামাল বহনের কাজে ব্যবহৃত একটি নিবন্ধনহীন ডিআই পিকআপটি জব্দ করা হয়। আসামিকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।