× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে ৬৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

সিলেট ব্যুরো

২৬ মে ২০২৪, ১৫:১৪ পিএম

সিলেট মহানগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অবৈধ ঊনসত্তর লক্ষ চৌদ্দ হাজার ছয়শত চল্লিশ টাকার ভারতীয় পণ্য ও একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।

আটক গাড়িচালক রেজুয়ান আহমদ (২৩) জৈন্তাপুরের হরিপুরের আব্দুর রহিমের ছেলে। 

রবিবার (২৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

পুলিশ জানায়, শনিবার (২৫ মে) রাত সাড়ে আটটার সময় শাহপরাণ (রহ.) থানার শিবগঞ্জ সেনপাড়া থেকে ওই গাড়িচালককে আটক করা করে ডিবি। এ সময় পিকআপ থেকে ১০৫ পিস ভারতীয় শাড়ি, ১৪ হাজার ৫৮০ পিস ভারতীয় ক্রিম ও ১৪ হাজার ৬৮৮ পিস ভারতীয় স্কিন ফ্রুট ক্রিম জব্দ কর হয়। মালামাল বহনের কাজে ব্যবহৃত একটি নিবন্ধনহীন ডিআই পিকআপটি জব্দ করা হয়। আসামিকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.