রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট বটতলী এলাকা থেকে রোববার (২৬ মে) সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
যুবকের পরনে টি শার্ট ও জিন্স প্যান্ট ছিল। পুলিশ ধারণা করছে তার বয়স ২৫ বছরের মতো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট বটতলী এলাকার সড়কের পাশে ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। সকাল আটটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।
বদরগঞ্জ থানার (ওসি) তদন্ত মনোয়ার জাহান বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।