× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মহেশখালীর নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীনের সংবর্ধনা

কক্সবাজার প্রতিনিধি

২৬ মে ২০২৪, ১৫:৫৫ পিএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান  জয়নাল আবেদীনকে জমকালো আয়োজনে বীরোচিত গণসংবর্ধনা দিয়েছে চট্টগ্রামস্থ মহেশখালীর নানা পেশাজীবী ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা। 

শনিবার (২৫ মে) বিকেল ৪টায় মহেশখালী পেশাজীবি সমবায় সমিতি লিমিটেড, চট্টগ্রামস্থ মহেশখালীর পেশাজীবিবৃন্দ ও ছাত্র সমাজের উদ্যোগে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি সংলগ্ন রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মহেশখালী পেশাজীবি সমবায় সমিতির সভাপতি, উপ সচিব ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব

মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে প্রচার প্রকাশনা ও আইটি সম্পাদক মোস্তফা জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন- আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের নিকট অনিমেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের পাশে পূর্বেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি আপনাদেরই সন্তান। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে, আপনারা যেকোনো বিষয় নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন।

তিনি আরো বলেন, এলাকার যেকোনো সমস্যা আপনাদের সঙ্গে নিয়েই করব। স্মার্ট মহেশখালী উপজেলা বিনির্মাণে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এম. বদিউল আলম,ড. মুহিবুল্লাহ ছিদ্দিকী, সাবেক শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়,  প্রফেসর ড. নসরুল কদির, শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সৈয়দ লকিতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ও প্রধান শিক্ষক সাউথ এশিয়ান স্কুল এন্ড কলেজ, কমান্ডার ইফতেখার হাসান, প্রকল্প প্রধান, সেন কল্যাণ সংস্থা, চট্টগ্রাম, ড. রশিদ জাহিদ, শিক্ষক,  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম,রিদুয়ান মোস্তফা টিপু, সহকারী অধ্যাপক,চবি, মোঃ ইসহাক, সহকারী অধ্যাপক, চবি, ডাঃ এম এম সাত্তার, বিভাগীয়  প্রধান, মেডিসিন বিভাগ, চমেক হাসপাতাল,এডভোকেট বনমালী ঘোষ, সভাপতি, চট্টগ্রামাস্থ কক্সবাজার জেলা আইনজীবী কল্যাণ পরিষদ, চট্টগ্রাম, সরওয়ার কামাল, সহ সভাপতি, মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিঃ ও চেয়ারম্যান গ্র্যান্ড বিচ রিসোর্ট, কক্সবাজার,ডাঃ আবদুল কাদের, প্রতিষ্ঠাতা সভাপতি মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিঃ ও সহকারী অধ্যাপক, চমেক হাসপাতাল।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বিসিএস এ সুপারিশ প্রাপ্ত সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদের, সাংবাদিক সালাহ উদ্দিন হেলালী কমল,

মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোবাইব, মহেশখালী স্টুডেন্ট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা মাহির মাহফুজ, সভাপতিঃ তাউসিফ তামিম, সমিতির সহ সভাপতি ও ইসলামি ব্যাংক বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক এর একান্ত সচিব জনাব শহীদুল এমরান, সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন,মোস্তফা আনোয়ার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে মহেশখালী পেশাজীবি সমবায় সমিতি লিমিটেড, চট্টগ্রামস্থ মহেশখালীর পেশাজীবিবৃন্দ ও ছাত্র সমাজের লোকজন ছাড়াও চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন পর্যায়ের মানুষ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও বিভিন্ন পেশার মহেশখালীর সন্তান ও ছাত্রসমাজ। 

অনুষ্ঠানে শেষে রাত ৮টায় নৈশভোজের আয়োজন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.